হবিগঞ্জ জেলা শহর থেকে ৩০কিলোমিটার দক্ষিণে, মাধবপুর উপজেলা পরিষদ হইতে ১৫কিলোমিটার উত্তরে, ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাস ফিল্ড গেইট হইতে ১কিলোমিটার পূর্বে ও শাহজীবাজার রেলওয়ে ষ্টেশন হইতে ২কিলোমিটার দক্ষিনে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ভিতরে অবস্থিত।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহাজীবাজার এলাকায় উঁচু টিলার চূড়ায় স্থাপিত ফ্রুটস ভ্যালি। উপত্যকাটি হবিগঞ্জ গ্যাস ফিল্ডের মালিকানাধীন। গ্যাস ফিল্ড সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় নিরাপত্তার কারণে ফ্রুটস ভ্যালি সবার জন্য খুলে দেয়নি কর্তৃপক্ষ। এখানে ঘুরতে হলে আগাম অনুমতি নিতে হবে দর্শণার্থীদের।
৫ একর জমির উপর ফ্রুটস ভ্যালিটি নির্মাণ করা হয়েছে। ২০০৩ সালে মূল পরিকল্পনা গ্রহণ করা হয়। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উপ-ব্যবস্থাপক এটিএম নাছিমুজ্জামান ফ্রুটস ভ্যালি বাস্তবায়নের দায়িত্ব পান। সর্বাত্মক সহযোগিতা করেন গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারিরা। মূলতঃ এটি একটি পরিত্যক্ত কূপ। কতিপয় কর্তাব্যক্তি উদ্যোগ নিলেন স্থানটির সদ্ব্যবহার করতে। পরিকল্পনামাফিক কাজ শুরু হলে ২০০৫ সালের ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফ্রুটস ভ্যালি। ১৬০টির মতো দেশি-বিদেশি ফলগাছের সমন্বয়ে গড়ে উঠেছে এই উপত্যকা।
উপত্যকাটিকে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সজ্জিত করা হয়েছে। চীনা নির্মাণশৈলী, আপেল, আনারস, আঙ্গুল লতার তোরণ ইত্যাদি বিষয়গুলো শিশু-কিশোরদের কাছে দারুণ চিত্তাকর্ষক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস