Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাঘাসুরা ইউনিয়ন

হযরত শাহ্জালাল(রাঃ) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ্ সোলেমান ফতেহ্গাজী ও হযরত শেখ মূসাপীর এর পূর্ণ ভুমি বাঘাসুরা ইউ/পি। বাঘাসুরা ইউনিয়ন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত। চৈতন্য মহাপ্রভুর ধর্মগুরু মাধব গোসাই এর বাড়ি বাঘাসুরা গ্রামে । বাঘাসুরা ইউনিয়নে রয়েছে, জমিদার নরেন্দ্র নাথ চত্রবর্তী এই এলাকায় বাঘাসুরা গ্রামে তার বাড়ি ও শশ্মান রয়েছে। বাঘাসুরা ইউনিয়নে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপূর তার মধ্যে উল্লেখ যোগ্য হবিগঞ্জ গ্যাস ফিল্ড, শাহজীবাজার রাবার বাগান, শাহজীবাজারে ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ।  বাঘাসুরা ইউনিয়নে রয়েছে অনেক শিল্প কারখানা তারমধ্যে আরিএকে প্রেইন্ট,ষ্টার সিরামিক,ষ্টার ফরসেলেইন,চারু সিরামিক,স্কয়ার টেক্সটােইল ও ডেনিম, পাওনিয়ার ডেনিম, টিকে গ্রুফ প্রভৃতি। শিক্ষা বান্ধব এই ইউনিয়নে রয়েছে অনেক জ্ঞানী প্রতিষ্ঠিত ব্যাক্তি বর্গ। ইউনিয়নের শিক্ষার জন্য রয়েছে ৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান-কালিকাপুর উচ্চ বিদ্যালয়,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং ছালেহাবাদ দাখিল মাদ্রাসা। রয়েছে ১৩টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৬টি বেসরকারি কিন্ডার গার্ডেন। শিক্ষা ও শিল্প বান্ধব এই ইউনিয়নের মোট জনসংখ্যা মোট-প্রায় ২৯,০০০জন(পুরুষ-১৫,২০০প্রায় এবং নারী-১৩৮০০জন প্রায়)। শিক্ষার হার ৯৩%। সেনিটেশন ব্যবস্থা-৮০%উপরে। বাঘাসুরা ইউনিয়নের মধ্য স্থান দিয়ে বয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক,ঢাকা-সিলেট রেলপথ এবং হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলীর রাস্তা। শান্তিময় এই ইউনিয়নে অনুমোদিত বাজার রয়েছে ৩টি-কালিকাপুর বাজার,বাঘাসুরা(কালিগঞ্জ) বাজার-সম্প্রতি এখানে প্রতি রবিবারে একটি গরুর হাট বসে , শাহ্পুর বাজার এবং অন-অনুমোদিত রয়েছে-ওয়াপদা বাজার, বাঘাসুরা চক বাজার, বাঘাসুরা সড়ক বাজার। এই ইউনিয়নে রয়েছে কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস,রয়েছে ৩টি ডাকঘর,বাঘাসুরা ডাকঘর(সম্প্র্রতি এই ডাকঘরের জন্য বাঘাসুরার এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস ভুমি দান করেছেন নিজস্ব ভবনের জন্য), শাহ্পুর ডাকঘর এবং শাহজীবাজার ডাকঘর। ২৩.৫৮বর্গ মাইলের ইউনিয়নে মৌজার সংখ্যা ৯টি,গ্রামের সংখ্যা ৩৩টিেএবং ওয়ার্ড ৯টি।