গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
মাধবপুর, হবিগঞ্জ।
www.madhabpur.habiganj.gov.bd
স্মারক নং- উনিঅ/মাধব/নোটিশ/২০১৪-৫৭(৫৬) তারিখ : ১৮-০১-২০১৫খ্রি:
বিষয় : জানুয়ারি মাসের মাসিক সভার তারিখ পরিবর্তন প্রসঙ্গে।
অনিবার্যকারণবশত: অত্রাফিসের ১৮.০১.২০১৫খ্রি: তারিখের উনিঅ/মাধব/নোটিশ/২০১৪-৫২(৫৬)নং স্মারকের নোটিশে বর্ণিত মাসিক সভাসমূহ ২১.০১.২০১৫খ্রি: তারিখের পরিবর্তে আগামী ২৮.০১.২০১৫খ্রি: তারিখ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতা) মাধবপুর, হবিগঞ্জ নিম্নে বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সভার নাম | সময় |
উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা। | সকাল ১০:০০ ঘ: |
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা। | সকাল ১০:৩০ ঘ: |
উক্ত সভাসমূহে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
(মোহাম্মদ রাশেদুল ইসলাম)
উপজেলা নির্বাহী অফিসার
মাধবপুর, হবিগঞ্জ।
ফোন : ০৮৩২৭-৫৬০০১
ফ্যাক্স : ০৮৩২৭-৫৬১৭৪
E-mail : [email protected]
বিতরণ :
কার্যাথে :
০১-৫০। জনাব/বেগম .................................... সদস্য, উপজেলা চোরাচালান প্রতিরোধ/উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, মাধবপুর, হবিগঞ্জ।
সদয় জ্ঞাতার্খে :
০১। মাননীয় সংসদ সদস্য, মাধবপুর-চুনারুঘাট নির্বাচনী এলাকা, হবিগঞ্জ-৪।
০২। জেলা প্রশাসক, হবিগঞ্জ।
০৩। কমান্ডিং অফিসার, ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
০৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাধবপুর, হবিগঞ্জ।
০৫। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাধবপুর, হবিগঞ্জ।
০৬। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাধবপুর, হবিগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS